শনিবার, ৩১ মার্চ, ২০১৮

ত্বক পরিষ্কার করতে ব্যাবহার করুন গরুর দুধ


ত্বকের চর্চায় গরুর দুধ ব্যবহার করতে হলে সেই দুধ খাঁটি হওয়া জরুরি। প্যাকেটজাত দুধ ব্যবহার করবেন না। তাহলে ফল বুঝতে পারবেন না। গরুর দুধ ( ফোটানো হলেও চলবে ) একটি পাত্রে নিয়ে তুলো দিয়ে ত্বকের ওপর আগলা করে ঘষুন। ত্বকে দুধটা মিশতে দিন, এরপর হালকা ঘষে নিলে দেখবেন ময়লা তুলোতে উঠে আসছে। এভাবে ত্বক পরিষ্কার করার সময়ে দুধ ঘন হলে, তাতে প্রয়োজন মত জল মিশিয়ে নিন। এই প্রক্রিয়াটি অবলম্বন করার সময়ে জলের হালকা ঝাপটা দিয়ে ত্বকে জলও ঢুকতে দেবেন। রোমকূপ থেকে অনায়েসে ময়লা বেরও হবে, আবার মুখের তৈলাক্তভাবও জলের ঝাপটায় অনেকটা চলে যাবে। এবার তুলোয় করে গোলাপ জল লাগিয়ে ত্বককে টোনিং করে নিন।

শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

অ্য়ালোভেরা ব্য়াবহারের সঠিক উপায়




অ্য়ালোভেরা গাছটি যে খুব উপকারি তা বিভিন্ন প্রসাধনের প্য়াকের ওপরে গাছটির ছবি দেখলেই বুঝতে পারা যায়। অনেকেই এর ব্য়বহার জানেন না বলে অনেকেই বাজারজাত ক্রিম ব্য়াবহার করে থাকেন। রূপচর্চা ব্য়াপারটা শুধু মেয়েদের জন্য় নয়। প্রাচীন কালে প্রায় সবকটি দেশেই পুরুষেরাও নারীদের সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্যের চর্চা করেছেন। বলা হয়, মিশরের রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের অন্য়তম রহস্য় ছিল এই অ্য়ালোভেরা গাছটি। অতীতে কোনও কোম্পানী ক্লিয়োপেট্রাকে ক্রিম তৈরি করে দিতেন না। কিন্তু ব্য়বহারের আসল নিয়মটা এনারা জানতেন। এবং সেই নিয়মটিই কিন্তু আসল গোপন রহস্য়।

অ্য়ালোভেরা পাতা গাছ থেকে তোলার সময়ে এক ধরনের লালচে হলুদ লোড জাতীয় কষ বের হয়। সেই কষটি অত্য়ন্ত বীষ। পাতার ওপরের সবুজ অংশ থেকে বের হেলেও, পাতার ভেতরের সচ্ছ জেলি অংশেও এই লালচে হলুদ বিষটা ছড়িয়ে থাকে। আপনাকে ব্য়াবহার করতে হবে ভেতরের সচ্ছ জলের মতন অংশটা। অনেকে বলেন পাতাটিগুলিকে গাছ থেকে তুলে বালতিতে রেখে দিতে। এতে কোনও কাজ হয় না। কারণ, সমগ্র পাতা থেকেই এই লালচে হলুদ বিষকে বের করে দিতে পারলে তবেই ব্য়াবহর করা যায় এই গাছ।

প্রথমে পাতাকে গাছ থেকে কেটে এনে আড়া আড়ি ভাবে কয়েকটি টুকরো করুন। তারপর সেই টুকরো গুলোকে জলের মধ্য়ে চুবিয়ে রাখুন অন্তত দুই তিন ঘণ্টা। দেখবেন জল পুরো লালচে হলুদ হয়ে গেছে। তারপর জল ফেলে, ভালো করে ধুয়ে নিন। এবারে এর সবুজ অংশ ফেলে সাদা জেলি অংশটি ব্য়বহার করতে পারেন। যেখানে কোনও বিষই আর রইল না তখন সাইডএফেক্টের বালাই নেই। অনেককে বলতে শুনেছি অ্য়ালোভেরা সবাইকে স্য়ুট করে না। এ কথাটির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ত্বক পরিষ্কার করতে ব্যাবহার করুন গরুর দুধ

ত্বকের চর্চায় গরুর দুধ ব্যবহার করতে হলে সেই দুধ খাঁটি হওয়া জরুরি। প্যাকেটজাত দুধ ব্যবহার করবেন না। তাহলে ফল বুঝতে পারবেন না। গরুর দুধ ( ফ...